Monday, January 12, 2015

Outsourcing Guideline to Learn Search engine optimization (SEO)



Outsourcing কোন MLM না, ব্যবসা না, এখানে কখনো কোন ইনভেস্ট করতে হয় না, অন্যের কাজ থেকে পেরসেন্টেজ পাবেন না, শুধু ক্লিক করে আয়ে কোন সু্যোগ নেই, মিথ্যে বলতে হয়না, ১০০% হালাল। Outsourcing করতে মাঝখানে কোন মধোস্তকারীর দরকার নেই। কোর্স করার ও দরকার নেই যদি শিখতে চান অনলাইনে, ইউটিউবে থেকে কাজ শিক্তে পারবেন। Outsourcing করতে হলে আপনাকে মানসিক ভাবে স্থীর হতে হবে। সঠিক তথ্য জেনে সঠিক পথে অগ্রসর হতে হবে। Outsourcing আলাদিনের চেরাগ নয়, এখানেও ধ্যর্য কস্ট একাগ্রতার প্রয়োজন আছে। অল্প সময়ে কোতিপতি জারা হতে Outsourcing শিখতে এটি পড়ছেন পড়া বাদ দেন। সময় নস্ট বলে মনে হবে, তবে লেগে থাকলে আপনার সমসাময়েক যারা আছে তারাও আফসোস করবে কিন্তু করার সময় থাকবে না। তাহলে আমরা শুরু করি।
http://adf.ly/wAM6i

কেন?
*আমদের ব্রেইন তিন টি স্টেপ এ কাজ করে। যে কোনো বই পড়ার আগে আমরা সুছিপত্র আগে পড়ি এতে আমাদের পরবর্তিতে বুঝে মনে রাক্তে সহজ হয়। আমরা এস ই ও নিয়ে অনেক শুনেছি, জানার চেস্ট করেছি কিন্তু ধারাবাহিক ভাবে বাংলায় পরিপুরন দিকনিরদেশনা পাইনি, যা পেয়েছি তা ভাসাভাসা। আমরা চেস্টা করব আমাদের বাংলাদেশএস ই ও হেল্পলাইন থেকে আন্তরিকভাবে শিক্তে। আমাদের ব্রেইনের শিখার ধাপগুলো
1. Over view / summary: প্রথমে আমাদের ব্রেইন বুজবে সম্পুর্ন অংশকে সঙ্খিপ্ত ভাবে।
2. Details ঃ তারপর ধীরে ধীরে বুজবে পরিপুর্নভাবে এবং বিসদ আকারে।
3. Technical term ঃ সব শেষে বুজবে খুটিনাটি, technical term গুলো। যা পরে প্রাকটিক্যালি কাজ করার সময় প্রয়োজনীয় সমস্যা সমাধানে হেল্প করবে, কাজ সহজভাবে এবং গুছিয়ে করতে এবং নির্ভুল করতে দিকনির্দেশনা দিবে।
আমরা এভাবে আমাদের কাজ গুলো শিখবো।Over view ভালোভাবে বুজলে কোর্সটি আমাদের করতে মজা লাগবে এবং শিখতে সহজ লাগবে। Over view তে আমি একদম সংখিপ্ত ভাবে পুরো ব্যপারটিকে তুলে এনেছি। Details বিন্তারিত আলোচনা করেছি এবং
শেষে Technical term নিয়ে আলোচনা করবো।
Outsourcing  কি?
Outsourcing মানে দেশে ঘরে বসে অনলাইনে বিদেশি বায়ারদের অফিসিয়াল কাজ করে দেওয়া। যেখানে বস, কলিগ, প্রমশন সব থাকবে অফিসের মত। ফেসবুকে, স্ক্যপেতে আমরা বন্ধুদের সাথে রিয়েল লাইফের মত যেমন এঞ্জয় করি কথা বলে, ভিডিও চ্যাট করি ঠিক সেভাবে আমরা অফিসে জব করব ইন্টারনেট
এ কানেক্ট হয়ে।প্রাথমিক ভাবে কাজ করতে বায়ারদের সাথে ভিডিও চ্যাট করতে হয় না, কাজ করে তা জমা দিয়ে এবং পরিপুর্ন্তার ভিত্তিতে পেমেন্ট করা হয়। (চলবে) Like

No comments:

Post a Comment